দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর।

এসময় জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ছাত্রী বোরখা, ছাত্র পাঞ্জাবী, বই, কলম ও ফুল।

সাপুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ আবদুস জাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, সমাজসেবক আবদুল কুদ্দুস, অভিভাবক মো. আবু নাসের।

এ সময় মাদরাসার শিক্ষক জহির উদ্দিন বাবর, আবদুর রহিম, আমজাদ হোসেন, আমির হোসেন কাজল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলমগীর বলেন, তোমরা ভালো ফলাফল অর্জন করে নিজ পরিবার ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করছ। ভবিষ্যতে তোমরা উচ্চশিক্ষায়ও ভালো ফলাফল করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।