ঢাকা অফিস->>

জনতার অধিকার পার্টি (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম মজুমদারকে ঢাকা পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৪ ডিসেম্বর পল্টন থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় তারিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তারিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বুধবার (৭ ডিসেম্বর) তার রিমান্ড শেষ হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাহীন মিয়া জানান।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া জানান, বিস্ফোরক আইনে বিএনপি কর্মী তারিকুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতে রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বুধবার রিমান্ড শেষ হবে।

তারিকুল ইসলাম মজুমদার এর আইনজীবী জানান- বুধবার তার রিমান্ড শেষে আদালতে জামিন আবেদন করা হবে।

উল্লেখ্য- নির্বাচন কমিশনের নিবন্ধনবিহীন গঠিত জনতার অধিকার পার্টি (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম মজুমদার ফেনীর বারাহিপুরের হাবিবুর রহমান ছেলে। ফেনী শহরের এসএসকে রোড়ে তারেক ফিজিওথেরাপি সেন্টার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।