দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞার সিলোনীয়ায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।

বুধকার বিকেলে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’র ব্যবস্থাপনায় সিলোনীয়া স্কুল মাঠে ১২৫টি দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপ-শাখা সীপকস (ব্যাটালিয়ন) ফেনীর সাধারণ সম্পাদিকা ফারহানা পারভীন।

এসময় ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার সহকারী পরিচালক মো. আলীউজ্জামান উপস্থিত ছিলেন।