বাসস->>

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৪৬০ টাকা পেলেন ১৯ ভূমি মালিক। মঙ্গলবার বেলা ১১ টায় নিজ সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

রাজস্ব শাখা সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্প, সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম-ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ১৯ ভূমি মালিককে ১ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৪৬০ টাকার চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

উপস্থিতির উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, দালাল চক্র, প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। সরাসরি নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।

একই সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেনী সদরে ১১ জন, নোয়াখালীর সোনাপুর-ফেনীর সোনাগাজী-চট্টগ্রামের জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে ৬ জন, চট্টগ্রাম-ফেনী-বাখরবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল প্রকল্পে ২ জনের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।