পরশুরাম | তারিখঃ November 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 12651 বার

পরশুরাম প্রতিনিধি->>
পরশুরামে সীমান্তের ওপারে পড়ে থাকা বাংলাদেশের কৃষক মেজবাহ উদ্দিনের লাশ নিয়ে যাওয়ার ১৭ দিন পর হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিলোনিয়া ইমিগ্রেশনে চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ কৃষকের লাশ হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ফেনী-৪ বিজিবির অধীন পরশুরামের মজুমদার সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান।
নিহত মোহাম্মদ মেজবাহ উদ্দিন (৪৭) পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মেজবাহের স্বজনদের অভিযোগ, গত ১৩ নভেম্বর উপজেলার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় ধান কাটতে গেলে মেজবাহ উদ্দিনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে যায়।
তিনদিন পর স্থানীয়রা মেজবাহর মরদেহ ভারতীয় সীমান্তে কাঁটাতারের একশ গজ ভিতরে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।
পরে বিজিবি-বিএসএফের দ্বি-পাক্ষিক বৈঠকের পর গত ১৬ নভেম্বর মেজবাহ উদ্দিনের মরদেহ নিয়ে যায় বিএসএফ।
কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, মঙ্গলবার মেজবাহ উদ্দিনের লাশ হস্তান্তরের সময় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মরিয়ম আক্তার, একমাত্র ছোট বোন পারুল আক্তারসহ নিহতের চার মেয়ে, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, স্থানীয় পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন।
এ সময় মরিয়ম আক্তার অভিযোগ করেন, বিএসএফ তার স্বামীকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছে। দীর্ঘ দিনে মরদেহ অনেকটা পচে গলে গেছে। তার স্বামীর মরদেহ চেনার কোনো উপায় নেই।
তিনি বাংলাদেশ ও ভারত সরকারের কাছে এই হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।
লাশ হস্তান্তরের সময় ভারতের ত্রিপুরার বিলোনিয়া থানা পুলিশ পরিদর্শক পরিতোষ ঘোষ, পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম, বিএসএফের কোম্পানি কমান্ডিং সত্যপাল সিং, বিলোনিয়া বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এমএম লাল, বিলোনিয়া পুলিশ স্টেশনের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণ পাল, বিজিবি খাজুরিয়া কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক, বিলোনিয়ার মজুমদারহাট কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান, বিলোনিয়া চেকপোস্ট ইমিগ্রেশনের সহকারী পুলিশ পরিদর্শক ইমাম হোসেনসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply