ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় মেয়াদ উত্তীর্ণ রঙ ও কাস্টার্ড পাউডার বেকারি পণ্যে ব্যবহার করা সহ বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর একটি দল। বুধবার উপজেলার জমাদ্দার বাজার এলাকায় বিসমিল্লাহ বেকারি এবং টাউন ফার্মেসীকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার উপজেলার জমাদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ রঙ ও কাস্টার্ড পাউডার বেকারি পণ্যে ব্যবহার করায় এবং ওষুধের গায়ের মুল্য কেটে নতুন দাম লিখে বিক্রি করায় যথাক্রমে বিসমিল্লাহ বেকারি এবং টাউন ফার্মেসীকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ছাগলনাইয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. ফখরুল ইসলাম ও ছাগলনাইয়া মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।।