ছাগলনাইয়া | তারিখঃ November 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 113990 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়া উপজেলায় স্ট্যাম্প জালিয়াতির একটি মামলায় নিজামুল ইসলাম মজুমদার (৪২) নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছিলেন আদালত।
২০০৪ সালে জালিয়াতি মামলাটি হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকার ১৮ বছরে এসে শেষ পর্যন্ত সোমবার দুপুরে ছাগলনাইয়া থানার মটুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর নিজামুল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিজামুল ইসলাম মজুমদার ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের বাসিন্দা। ২০০৪ সালে তাঁর বিরুদ্ধে একটি স্ট্যাম্প জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে ২০১৪ সালে তাঁর অনুপস্থিতিতে ফেনীর একটি আদালত নিজামুলকে তিন বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরই মধ্যে তিনি বিদেশেও পাড়ি জমান। দেশে ফিরেও গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন। গত রোববার রাতে তিনি বাড়িতে এসেছেন—এমন খবর পায় পুলিশ। পরে সোমবার দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে নিজামুলকে গ্রেপ্তার করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে আর্জেন্টাইন সমর্থকদের ‘এলাহি-কাণ্ড’
- ফেনীতে ধারণকৃত ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ৩০ ডিসেম্বর
- সোনাগাজীতে খামারে ‘বন্যকুকুরের’ হানা, পৌনে দুই শতাধিক ভেড়ার মৃত্যু
- ফেনীর কোটি টাকার সুইমিংপুলটি এখন ফুটবল খেলার মাঠ
- ফেনীতে ব্যবসায়ীর দেড় কোটি টাকা আত্মসাতের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
- ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজের আয়োজন পৌর মেয়রের
- ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
- ফেনীতে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক
- সোনাগাজীতে মাদরাসায় সহকারি সুপার পদে ঘুস দিতে না পরায় প্রথম হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিলের অভিযোগ
- ‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে
Leave a Reply