
শহর প্রতিনিধি->>
ফেনীতে ২০২২ ফুট লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির প্রধান ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি দুই হাজার ২২ ফুট লম্বা পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ র্যালির আয়োজন করি।
র্যালিতে অংশ নেওয়া মাইন উদ্দিন সুমন ও হানিফ আরিফ জানান, মেসি ও আর্জেন্টিনার ভক্ত তারা। দূর-দূরান্ত থেকে এসে তারা এ র্যালিতে অংশগ্রহণ করেছেন। ফেনীর প্রায় ৭০ শতাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক বলেও জানান তিনি।
একদিন পরই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২টি দল অংশ নেবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে আর্জেন্টাইন সমর্থকদের ‘এলাহি-কাণ্ড’
- ফেনীতে ধারণকৃত ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ৩০ ডিসেম্বর
- সোনাগাজীতে খামারে ‘বন্যকুকুরের’ হানা, পৌনে দুই শতাধিক ভেড়ার মৃত্যু
- ফেনীর কোটি টাকার সুইমিংপুলটি এখন ফুটবল খেলার মাঠ
- ফেনীতে ব্যবসায়ীর দেড় কোটি টাকা আত্মসাতের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
- ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজের আয়োজন পৌর মেয়রের
- ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
- ফেনীতে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক
- সোনাগাজীতে মাদরাসায় সহকারি সুপার পদে ঘুস দিতে না পরায় প্রথম হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিলের অভিযোগ
- ‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে
Leave a Reply