আদালত প্রতিবেদক->>

ফুলগাজীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আবু বকর ছিদ্দিক সোহাগ (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আবু বকর ছিদ্দিক ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মনির আহম্মদ ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আবু বকর ছিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ জানুয়ারি সকালে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া হাইস্কুলের একজন এসএসসি পরীক্ষার্থী স্কুলে যাওয়ার পথে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান আবু বকর ছিদ্দিক। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন।

এদিকে বাড়ি ফেরার পথে অচেতন হয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তি ছাত্রীকে বাড়ি নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হয় মেয়েটিকে। এ ঘটনায় ছাত্রীর ভাই ওমর ফারুক বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা করেন।