সোনাগাজী প্রতিনিধি->>

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ব্রি-১০৩ জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কৃষক আবু সাঈদ রুবেলের খেতে ধান কর্তন ও মাঠ দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোফাজ্জল করিম।

ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার প্রধান ড. রফিকুল ইসলাম, কৃষি বিভাগের ফেনীর উপপরিচালক মো. একরাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার।