ফেনী | তারিখঃ November 3rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 35618 বার

সদর প্রতিনিধি->>
ফেনী সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সূর্য কুমার নাথ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের রাণীরহাট বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য কুমার নাথ উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামের মৃত শরৎ চন্দ্র নাথের ছেলে। মুঠোফোনে ফ্লেক্সিলোড করতে বাড়ি থেকে রাণীরহাট বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
নিহত ব্যক্তির ছেলে বিজয় কুমার নাথ জানান, তাঁদের বাড়ি থেকে রাণীরহাট বাজার ৬ থেকে ৭ মিনিটের পথ। বাবার মুঠোফোনে টাকা শেষ হয়ে যাওয়ায় তিনি দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফ্লেক্সিলোড দিতে রাণীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বলে যান, ‘এই যাব আর আসব। ফ্লেক্সিলোড করেই বাড়ি চলে আসব, দেরি হবে না।’ ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ওঠা মাত্রই দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার রাণীরহাট বাজারের পূর্ব পাশে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য কুমার নাথ নামের ওই পথচারী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে আছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে আর্জেন্টাইন সমর্থকদের ‘এলাহি-কাণ্ড’
- ফেনীতে ধারণকৃত ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ৩০ ডিসেম্বর
- সোনাগাজীতে খামারে ‘বন্যকুকুরের’ হানা, পৌনে দুই শতাধিক ভেড়ার মৃত্যু
- ফেনীর কোটি টাকার সুইমিংপুলটি এখন ফুটবল খেলার মাঠ
- ফেনীতে ব্যবসায়ীর দেড় কোটি টাকা আত্মসাতের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
- ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজের আয়োজন পৌর মেয়রের
- ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
- ফেনীতে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক
- সোনাগাজীতে মাদরাসায় সহকারি সুপার পদে ঘুস দিতে না পরায় প্রথম হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিলের অভিযোগ
- ‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে
Leave a Reply