শহর প্রতিনিধি->>

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলা একাডেমির সমন্বয়ে ফেনীতে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নূরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির ফোকলোর উপ বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।

সহকারী কমিশনার মাহমুদা কুলসুম মনি ও জেলা কালচারাল অফিসার কামরান হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আবু তাহের।

নির্ধারত বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন মজুমদার শাহীন, রাশেদ মাযহার, সাবিহ মাহমুদ, সবুজ তাপস।

আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির ফোকলোর উপ বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। তিনি বলেন, আয়তনে ছোট হলেও শিল্প-সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতায় ফেনী এগিয়ে রয়েছে। সাহিত্য আয়োজনের অংশ হিসেবে ফেনীর কবি ও লেখকদের তালিকাবদ্ধ করা হয়েছে। আগামী বছর অমর একুশে বইমেলায় দেশের সকল কবি সাহিত্যিকদের নাম উল্লেখ করে গ্রন্থ প্রকাশ করবে বাংলা একাডেমি।

দুই দিনের আয়োজন প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান জানান, ফেনীর শিল্প সাহিত্য, নাট্য ও সংস্কৃতি বিষয়ে তিনটি প্রবন্ধপাঠ রয়েছে। ফেনীর কবি সাহিত্যিকরা নিজেদের লেখা কবিতা, গদ্য তুলে ধরবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, ফেনীর পরিবেশ প্রকৃতি উঠে আসে লেখকের মাধ্যমে। তাই স্থানীয় লেখকদের গুরুত্ব অপরিসীম।

বিকেলে নিবন্ধিত কবি ও সাহিত্যিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীবৃন্দ গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন।