
ঢাকা অফিস->>
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লাসহ বাংলাদেশ পুলিশের ৫০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই বিসিএস ২৮ ব্যাচের। এছাড়া বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বাদ পড়া কয়েকজনও এবার পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ বদরুল আলম মোল্লা ফেনী থেকে সদ্য বদলী (ফেনী থেকে বিদায় নিয়েছেন গত সোমবার) হয়েছেন। যদিও পদোন্নতিপ্রাপ্ত দের তালিকায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে বর্তমান কর্মস্থল পুলিশ সুপার কার্যালয় ফেনী জেলা পুলিশ দেখানো হয়েছে।
২৮ ব্যাচের চৌকস ও দক্ষ এ কর্মকর্তা মোহাম্মদ বদরুল আলম মোল্লা ২০২১ সালের ১৪ নভেম্বর ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ফেনীতে যোগদানের পূর্বে যুক্তরাজ্যে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এন্ড টেরোরিজম’ এর উপর ডিগ্রী অর্জন করেন।
২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনি এএসপি পদে যোগদান করেছিলেন মোহাম্মদ বদরুল আলম মোল্লা। তিনি র্যাব-৪, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, এপিবিএন এবং মাদারীপুর জেলাসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এদিকে আরেকটি প্রজ্ঞাপনে চারজন পুলিশ সুপার পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন।
তারা হলেন- পুলিশ সদর দপ্তরে কর্মরত তাপতুন নাসরীন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিআইডিতে কর্মরত জেসমিন বেগম এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হামিদা পারভীন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply