শহর প্রতিনিধি :

ফেনীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাকির হাসান।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমান, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. মাহমুদুল হাসান মামুন, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম হাসান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জিপি প্রিয়রঞ্জন দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, সদর উপজেলা সভাপতি তপন বসাক, পৌর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সোনাগাজী উপজেলা সভাপতি সমর দাস, পরশুরাম উপজেলা সভাপতি দিলিপ পাল, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক প্রীতিলাল দেবনাথ, ফুলগাজী উপজেলা দীপক বণিক প্রমুখ।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে বিদ্যুৎ, সিসি টিভি, অগ্নিনির্বাপন, স্বেচ্ছাসেবকদের ছবি সম্বলিত পরিচয়পত্রসহ ২১টি সিদ্ধান্ত তুলে ধরেন।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, জেলার ১৪৩ পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে উৎসব করতে পারেন সেই লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।