পরশুরাম | তারিখঃ September 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 2123 বার

পরশুরাম প্রতিনিধি->>
বিএনপির পরশুরাম উপজেলা শাখার আওতাধীন মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার মির্জানগর ইউনিয়নে জামাল উদ্দিন চৌধুরী সভাপতি, আতা এলাহী সহ-সভাপতি, জাহিদ আহমেদ খন্দকার সাধারণ সম্পাদক, আবুল কাশেম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক এবং নুরুল আফসার রুবেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
চিথলিয়া ইউনিয়নে আব্দুল কাদের ছানু সভাপতি, মুন্সি নজরুল ইসলাম জাহাঙ্গীর সহ-সভাপতি, শেখ আহমেদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইব্রাহিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাজ উদ্দিন রাশেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বক্সমাহমুদ ইউনিয়নে আলমগীর হোসেন সভাপতি, জামাল উদ্দিন সহ-সভাপতি, সাখাওয়াত হোসেন চৌধুরী মিনার সাধারণ সম্পাদক, আবুল কালাম বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ কাঁলাচানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক জানান, দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অনুযায়ী ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সমন্বয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সার্বিক সহযোগিতায় গঠনতন্ত্র মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদনপূর্বক ঘোষণা করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply