সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. আলিমুল আরমান (২৬) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এসময় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ছাত্রীর সহপাঠীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেপ্তার আলিমুল আরমান উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের একরামুল হকের ছেলে। আরমান একজন প্যারামেডিক চিকিৎসক। সে ফেনী চক্ষু হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে দুপুর ১টার দিকে বের হয় ওই ছাত্রী। স্কুল গেটে এলে আরমান ছাত্রীর হাতে থাকা পরীক্ষার ফাইল নিয়ে টানাটানি করেন এবং শরীরে হাত দেন। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। সহপাঠীরা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে মো. আরমানকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন, উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রীটিকে নিরাপদে রেখে বখাটেকে পুলিশে দিয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, বখাটে আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে মামলা হয়েছে, তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।