পরশুরাম প্রতিনিধি->>

পরশুরামের সুবার বাজার এলাকায় বন বিভাগ কর্তৃক লাইসেন্স বিহীন করাতকলে অভিযান পরিচালনা করা হয়। এতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জয়নাল আবদীন মালিকানাধীন জয়নাল “স” মিলটি বন্ধ করে দেওয়া হয়।

পরশুরামের রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ অভিযান পরিচালনা করেন।