ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় হঠাৎ করে কবুতর চুরির হিড়িক পড়েছে। গত কয়েকমাস যাবত উপজেলা রাধানগর ইউনিয়নের নিজপানুয়া ও উত্তর আঁধারমানিক গ্রামের একাধিক কবুতর চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কবুতর চুরির ঘটনায় ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এক গৃহকর্তা।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর উপজেলার উত্তর আঁধারমানিক গ্রামের জমিদার আলীর ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে ২৩ জোড়া কবুতর চুরির অভিযোগে নিজপানুয়া গ্রামের নুরুল আলমের ছেলে মোঃ তুহিন (২০) ও মোঃ রফিকের পুত্র অপি (১৯) সহ তিন জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদী জসিম উদ্দিন জানান, সম্প্রতি তিন দফায় তার ২৩ জোড়া কবুতর চুরি হয়।

থানায় অভিযোগের বিবরণ, কালভার্ট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদাত হোসেন সোহেল ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ এলাকাবাসী জানায়, তুহিন ও অপির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোরচক্র বিগত কয়েকমাস যাবত নিজপানুয়া ও উত্তর আঁধার মানিক গ্রামের একাধিক বাড়ীতে চুরি করে। এসময় তারা কবুতর, নগদ টাকা ও মূল্যবান কাপড় চোপড় নিয়ে যায়।

উত্তর আঁধার মানিক গ্রামের হাজী শাহ এমরানের ছেলে মোঃ ছিদ্দিকের ১০ জোড়া কবুতর, এবাদুল্লাহ ছেলে মোঃ শহিদুল্লাহ ১৫ জোড়া কবুতর, নজির আহাম্মদের ছেলে রেজাউল কবির চৌধুরী ১২ জোড়া কবুতর চুড়ি হয়েছে। এছাড়া রাধানগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক করিমুল হকের গড়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে, এসময় চোরের দল তিনটি মোবাইল সেট নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।

অপরদিকে নিজপানুয়া গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে শেখ আহাম্মদের ৭ জোড়া কবুতর, ছৈয়দ আলীর ছেলে আজিজুল্লাহর ৩ জোড়া কবুতর, নগর ৩০ হাজার টাকা, সিরাজুল ইসলামের এর ছেলে শরিফুল ইসলামের ২২ জোড়া কবুতর, আবু তাহের খোন্দকারের ছেলে কামাল উদ্দিনের ৫ জোড়া কবুতর, দক্ষিণ আঁধার মানিক গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে বাবর আহাম্মদ চৌধুরীর ৪০ জোড়া কবুতর চুরির ঘটনা ঘটে। গত সোমবার কালভার্ট বাজারে ভুক্তভোগীরা বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের অভিযোগগুলি জানান।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানায়, কবুতর অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তে এর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।