ছাগলনাইয়া | তারিখঃ September 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 72490 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ায় হঠাৎ করে কবুতর চুরির হিড়িক পড়েছে। গত কয়েকমাস যাবত উপজেলা রাধানগর ইউনিয়নের নিজপানুয়া ও উত্তর আঁধারমানিক গ্রামের একাধিক কবুতর চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কবুতর চুরির ঘটনায় ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এক গৃহকর্তা।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর উপজেলার উত্তর আঁধারমানিক গ্রামের জমিদার আলীর ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে ২৩ জোড়া কবুতর চুরির অভিযোগে নিজপানুয়া গ্রামের নুরুল আলমের ছেলে মোঃ তুহিন (২০) ও মোঃ রফিকের পুত্র অপি (১৯) সহ তিন জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী জসিম উদ্দিন জানান, সম্প্রতি তিন দফায় তার ২৩ জোড়া কবুতর চুরি হয়।
থানায় অভিযোগের বিবরণ, কালভার্ট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদাত হোসেন সোহেল ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ এলাকাবাসী জানায়, তুহিন ও অপির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোরচক্র বিগত কয়েকমাস যাবত নিজপানুয়া ও উত্তর আঁধার মানিক গ্রামের একাধিক বাড়ীতে চুরি করে। এসময় তারা কবুতর, নগদ টাকা ও মূল্যবান কাপড় চোপড় নিয়ে যায়।
উত্তর আঁধার মানিক গ্রামের হাজী শাহ এমরানের ছেলে মোঃ ছিদ্দিকের ১০ জোড়া কবুতর, এবাদুল্লাহ ছেলে মোঃ শহিদুল্লাহ ১৫ জোড়া কবুতর, নজির আহাম্মদের ছেলে রেজাউল কবির চৌধুরী ১২ জোড়া কবুতর চুড়ি হয়েছে। এছাড়া রাধানগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক করিমুল হকের গড়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে, এসময় চোরের দল তিনটি মোবাইল সেট নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।
অপরদিকে নিজপানুয়া গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে শেখ আহাম্মদের ৭ জোড়া কবুতর, ছৈয়দ আলীর ছেলে আজিজুল্লাহর ৩ জোড়া কবুতর, নগর ৩০ হাজার টাকা, সিরাজুল ইসলামের এর ছেলে শরিফুল ইসলামের ২২ জোড়া কবুতর, আবু তাহের খোন্দকারের ছেলে কামাল উদ্দিনের ৫ জোড়া কবুতর, দক্ষিণ আঁধার মানিক গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে বাবর আহাম্মদ চৌধুরীর ৪০ জোড়া কবুতর চুরির ঘটনা ঘটে। গত সোমবার কালভার্ট বাজারে ভুক্তভোগীরা বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের অভিযোগগুলি জানান।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানায়, কবুতর অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তে এর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
- দাগনভূঞায় যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ, বিপুল পরিমান পণ্য জব্দ
- ফেনীর শ্রমিক লীগ নেতা আলীর অফিসে বিএনপির রোডমার্চ’র প্রস্তুতি সভা
- ছাগলনাইয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, সেনা কর্মকর্তাসহ তিনজন নিহত
- ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান পিটুকে কারাগারে প্রেরণ
- ছাগলনাইয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আরেক কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী, সঙ্গে থাকা ব্যাগে মিলল চিরকুট
- “ফেনী সমিতি কক্সবাজার” কার্যালয়ের উদ্বোধন
- ফেনীতে ঈদে মিলাদুন্নবীতে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ
- ফেনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী
Leave a Reply