শহর প্রতিনিধি->>

ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ফেনী পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী মডেল থানার আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং-প্রু মারমা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।

মতবিনিময় সভায় ফেনী জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনিল নাথ বলেন, প্রতিবছর সনাতন ধর্মালম্বীরা শারদীয় দুর্গাপূজা উৎসব স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে। পূজায় যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অগ্রিম নিমন্ত্রণ দেন।

মতবিনিময় সভায় মন্দির কমিটির উদ্দেশ্যে পুলিশ সুপার জাকির হাসান বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল ভাবে শেষ করতে প্রশাসন মাঠে থাকবে। জেলার প্রতিটি মন্দিরে যাতে সনাতন ধর্মালম্বী ভাই ও বোনেরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য প্রতিটি মন্দির প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪ ঘন্টা চোখ কান খোলা রেখে মাঠে সক্রিয় থাকবে প্রশাসন।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা ফেনী জেলায় ১৪৩ পূজা মন্ডবে উদযাপিত হবে। এর মধ্যে ফেনী সদর উপজেলা ৪৬টি ও ফেনী পৌর এলাকায় ১১টিসহ মোট ৫৭ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।