ফেনী | তারিখঃ August 12th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 11484 বার

শহর প্রতিনিধি->>
মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন ফেনী রেলওয়ে জংশনে অবস্থান করছে। শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০টায় রেল যাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আগামী ১৫ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত) প্রতিদিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে ভ্রাম্যমাণ যাদুঘরের এটেনডেন্ট সুজন সরকার।
ভ্রাম্যমাণ যাদুঘর সূত্র জানায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য চিত্রে দৃষ্টিনন্দন জাদুঘরটি আলোকসজ্জা ও সুদৃশ্য ইন্টেরিয়রের ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে৷ শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফুলের বাগান। আছে পাঠাগারও। যখন যে স্টেশনে যাবে, সেখানে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এতে প্রবেশ করতে পারবেন। জানতে পারবেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য। শোকের মাস আগস্টে সারাদেশেই ঘুরবে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি।
শুক্রবার সকাল যাদুঘরটি পরিদর্শন করেন ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন, সহকারী স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু, রেলওয়ে পুলিশ ইনচার্জ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন জানান, ফেনীতে ভ্রাম্যমাণ যাদুঘরটি দেখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় করছে। প্রথমদিনেই নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক লোকজন পরিদর্শন করেছেন।
ফেনী রেলওয়ে স্টেশনের পুলিশ ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম স্টেশনে গত ১ আগস্ট ভ্রাম্যমাণ জাদুঘর উদ্বোধন করা হয়। আগামী ১৬ ও ১৭ আগস্ট গুনবতী রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর প্রদর্শিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
- দাগনভূঞায় যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ, বিপুল পরিমান পণ্য জব্দ
- ফেনীর শ্রমিক লীগ নেতা আলীর অফিসে বিএনপির রোডমার্চ’র প্রস্তুতি সভা
- ছাগলনাইয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, সেনা কর্মকর্তাসহ তিনজন নিহত
- ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান পিটুকে কারাগারে প্রেরণ
- ছাগলনাইয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আরেক কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী, সঙ্গে থাকা ব্যাগে মিলল চিরকুট
- “ফেনী সমিতি কক্সবাজার” কার্যালয়ের উদ্বোধন
- ফেনীতে ঈদে মিলাদুন্নবীতে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ
- ফেনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী
Leave a Reply