শহর প্রতিনিধি->>

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন ফেনী রেলওয়ে জংশনে অবস্থান করছে। শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০টায় রেল যাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আগামী ১৫ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত) প্রতিদিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে ভ্রাম্যমাণ যাদুঘরের এটেনডেন্ট সুজন সরকার।

ভ্রাম্যমাণ যাদুঘর সূত্র জানায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য চিত্রে দৃষ্টিনন্দন জাদুঘরটি আলোকসজ্জা ও সুদৃশ্য ইন্টেরিয়রের ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে৷ শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফুলের বাগান। আছে পাঠাগারও। যখন যে স্টেশনে যাবে, সেখানে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এতে প্রবেশ করতে পারবেন। জানতে পারবেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য। শোকের মাস আগস্টে সারাদেশেই ঘুরবে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি।

শুক্রবার সকাল যাদুঘরটি পরিদর্শন করেন ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন, সহকারী স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু, রেলওয়ে পুলিশ ইনচার্জ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন জানান, ফেনীতে ভ্রাম্যমাণ যাদুঘরটি দেখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় করছে। প্রথমদিনেই নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক লোকজন পরিদর্শন করেছেন।

ফেনী রেলওয়ে স্টেশনের পুলিশ ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম স্টেশনে গত ১ আগস্ট ভ্রাম্যমাণ জাদুঘর উদ্বোধন করা হয়। আগামী ১৬ ও ১৭ আগস্ট গুনবতী রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর প্রদর্শিত হবে।