সদর প্রতিনিধি->>

ফেনীর লেমুয়া বাণিজ্যিক এলাকার একটি বাড়ি থেকে শিমুল নামের এক চা দোকানদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, রফিক মিয়ার ছেলে শিমুলকে সকালে এলাকাবাসী বাড়ির জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি সাবেক জনপ্রতিনিধি কামরুজ্জামান তালুকদারকে জানালে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে বোগদাদিয়া ফাঁড়ি থেকে পুলিশ এসে শিমুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাসেল জানান, বাড়ির একটি জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।