সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধ দম্পতির চলাচলের পথে কাঁটার ঘেরা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের হাজী আবদুর রশিদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, আবু সুফিয়ান দম্পতি পাঁচ কন্যা সন্তানের জনক। পাঁচ কন্যার মধ্যে তিন কন্যা বিয়ে দিয়েছেন। তাদের কোন ছেলে সন্তান না থাকার কারণে একই বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে জসিম উদ্দিনরা তাদের মালিকীয় জমি জবর দখলের চেষ্টা চালায়।

এ নিয়ে একাধিকবার বৃদ্ধ দম্পতির ওপর হামলা করে তারা। রাতের আঁধারে বসত ঘরের জানালার পাশে ও সামনে অশালীণ অঙ্গভঙ্গি করে। ঘরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে জসিম উদ্দিন, মিল্লাত হোসেন, এমদাদ উল্যাহ ও হেদায়েত উল্যাহরা বৃদ্ধ দম্পতির চলাচলের রাস্তার ওপর কাঁটা ও বাঁশঝাঁড়ের ঘেরা দিয়ে অবরুদ্ধ করে রাখে।

এ ব্যাপারে জসিম উদ্দিন বলেন, চলাচলের রাস্তায় তাদেরও মালিকানা থাকায় তারা কাঁটা ও বাঁশঝাঁড় দিয়ে ঘেরা দিয়েছেন।