সোনাগাজী | তারিখঃ August 11th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 26056 বার

সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজী চান্দলা মনিরুল উলুম মাদ্রাসায় শিশু ছাত্র (১০) বলৎকার ঘটনায় মূল অভিযুক্ত নুর নবী (৪৫) কে পালিয়ে যেতে সহায়তা করায় মোহতামিম গোলামুর রহমান (৪৩) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার তাকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা মনিরুল উলুম ইসলামীয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে শিশুটির মা নুর খাতুন বাদী হয়ে নারী শিশু আইনের ৯(১)৩০ ধারায় সোনাগাজী মডেল থানায় লিখিত এজাহার দাখিল করলে (যার এফআইআর নং-০৭/২০২২) মোহতামিম কে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চান্দলা মনিরুল উলুম ইসলামীয়া মাদ্রাসার আবাসি এর এক ছাত্রকে শিক্ষক নুর নবী বলৎকার (ধর্ষণ) করতো। এক পর্যায়ে শিশুটির পায়ুপথ ও মুখে ইসফেকশন হয়ে গেলে শিশুটি বাড়ী গিয়ে তার মা কে সব খুলে বলে। পরে ওই ছাত্রের মা মাদ্রাসায় এসে মোহতামিম কে জানালে তিনি কোন ব্যাবস্থা না নিয়ে অভিযুক্ত শিক্ষক কে পালিয়ে যেতে সহায়তা করেন।
মামলার বাদি জানায়, শিশুটি কে বলৎকারের পাশাপাশি ওরাল সেক্সেও বাধ্য করতো লম্পট শিক্ষক নুর নবী। এতে শিশুটির মুখের ভেতরে ঘাঁ দেখা গেছে।
ওই ঘটনার পর নুর নবীর সাথে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে নুর নবী পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। নুর নবীর বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপোলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, নির্যাতিতা শিশুটির মায়ের দায়ের করা মামলায় মোহতামিম কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে মূল আসামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
- দাগনভূঞায় যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ, বিপুল পরিমান পণ্য জব্দ
- ফেনীর শ্রমিক লীগ নেতা আলীর অফিসে বিএনপির রোডমার্চ’র প্রস্তুতি সভা
- ছাগলনাইয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, সেনা কর্মকর্তাসহ তিনজন নিহত
- ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান পিটুকে কারাগারে প্রেরণ
- ছাগলনাইয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আরেক কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী, সঙ্গে থাকা ব্যাগে মিলল চিরকুট
- “ফেনী সমিতি কক্সবাজার” কার্যালয়ের উদ্বোধন
- ফেনীতে ঈদে মিলাদুন্নবীতে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ
- ফেনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী
Leave a Reply