প্রেস বিজ্ঞপ্তি->>

ফেনীর প্রাচীন বিদ্যাপীঠ ফেনী সরকারি কলেজের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার (৩ আগস্ট) বিকেলে ফেনী সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় শতবর্ষপূর্তি উদযাপন করার লক্ষে উপস্থিত সকল সদস্যগণ সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেবকে আহ্বায়ক ও ফেনী সরকারি কলেজের প্রাক্তন ছাত্র এবং ব্যবস্থাপনা বিভাগের বর্তমান সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সদস্য সচিব করা হয়।

প্রস্তুতি সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে শতবর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।

উপস্থিত সদস্যবৃন্দ আহ্বায়ক এবং সদস্য সচিবকে শতবর্ষ উদ্যাপন করার লক্ষে সার্বিক প্রস্তুতিমূলক কর্মকান্ড গ্রহণের অনুরোধ করেন।

প্রস্তুতি সভায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা অঞ্চলের প্রধান সামছুল করিম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ.কে.শহীদ উল্যাহ খোন্দকার, সময় টিভির বিশেষ প্রতিনিধি বখতেয়ার ইসলাম মুন্না, এডভোকেট শাহজাহান সাজু, এডভোকেট ফরিদ আহমদ হাজারী, এডভোকেট রাশেদ মাযহার,এ.কে. রফিকুল হক নিপু, জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, কালিদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলওয়ার হোসেন ডালিম, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের দাগনভূঁঞা শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন ভূঁঞা, ব্যবসায়ী সংগঠক ইমন উল হক, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ প্রমুখ।