দাগনভূঞা | তারিখঃ July 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 13997 বার

দাগনভূঞা প্রতিনিধি->>
দাগনভূঞা উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহিন (৩৫) নামে একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঁঞা সেতুর পাশে সালামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।নিহত শাহীন দেশ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. শাহিন শুক্রবার সকাল আটটার দিকে ফেনী থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে যাচ্ছিলেন। পথে মহাসড়কের সালামনগর গাইনবাড়ী মসজিদ এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন শাহিন। স্থানীয় লোকজনের সহযোগিতার ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সামাদ বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের শেষে স্বজনেরা এলে লাশ হস্তান্তর করা হবে। তিনি জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- বড় ফেনী নদীতে আবারও ধরা পড়ল বড় ৩০ ইলিশ
- সোনাগাজীতে নতুন উদ্ভাবিত পাঁচ জাতের ধানের বাম্পার ফলন
- ফেনীতে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ’র ঘটনায় ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
- ফেনীতে সৌদি রিয়েল বিক্রয়ের লোভ দেখিয়ে প্রতারণা, গণপিটুনির পর প্রতারকচক্রের তিনজন গ্রেপ্তার
- বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল যাদুঘর এখন ফেনীতে, ১৫ আগস্ট পর্যন্ত দর্শনাথীর জন্য উন্মুক্ত
- আদালতে অভিযোগ দেয়ায় হুমকি-ধমকির শিকার হচ্ছি, জীবনের নিরাপত্তা চেয়েছেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার
- ফেনীতে বিএনপির কর্মসূচীতে ত্রীমুখী সংঘর্ষ, ১৫ রাউন্ডগুলি বর্ষণ, আহত-১৫, আটক-১
- ফেনীর লেমুয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধ দম্পতির চলাচলের পথ কাঁটা দিয়ে অবরুদ্ধ
- দাগনভূঞায় তেল পরিমাণে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
Leave a Reply