পরশুরাম প্রতিনিধি->>

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ২৩ খেকে ২৯ জুলাই পর্যবন্ত মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়ে। এ উপলক্ষ্যে পরশুরামে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা সহ সপ্তাহব্যাপি নানা কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পরশুরাম উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ জুলাই সংবাদ সম্মেলন ও মাইকিং, ২৪ জুলাই র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্ত করণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২৫ জুলাই প্রান্তিক মৎস্য চাষী ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, ২৭ জুলাই মৎস্যজীবীদের পরামর্শ ও সেবা প্রদান, পুকুর ও পানি পরীক্ষা, ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ, ২৯ জুলাই মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নয়ন চন্দ্র শীলসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।