ফুলগাজী প্রতিনিধি->>

ফুলগাজীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় বিএনপির অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছেনে বলে দবি করেছে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (স্থায়ী কমিটি) সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন। কেন্দ্রীয় নেতার আগমন ও ত্রাণ বিতরণ উপলক্ষে শুক্রবার বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি। প্রস্তুতি সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদ শাহিন, ফুলগাজী উপজেলা যুবদল নেতা আকবর হোসেন, মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন সহ ফুলগাজী উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় ৩০ নেতা-কমী গুরুত্বর আহত কয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আরও বলেন, আহত নেতা-কর্মীরা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা নিতে গেলে চিকিৎসাধীন নেতা-কর্মীদের উপর ফের হামলা চালিয়ে নেতা-কর্মীদের স্বজন সহ আরও প্রায় ২০ জনকে মারাত্মকভাবে আহত করে। এসময় আওয়ামী লগের সন্ত্রাসীরা হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বলেন, ফুলগাজীতে এখনতো কোন বন্যা নেই। পানি অনেক আগেই নেমে গেছে।বন্যার সাথে সাথে সরকারী, বেসরকারী, আওয়মাী লীগ ও পুলিশের পক্ষ থেকে তখন ত্রাণ বিতরণ করা হয়েছিলো। বিএনপি এখন কিসের ত্রাণ বিতরণ করবে?

হামলার বিষয়ে জানতে চাইলে হারুন মজুমদার বলেন, ত্রাণ বিতরণের নামে শুক্রবার বিকেলে বিএনপি সভা করে পদ্মা সেতুর বিরোধীতা ও প্রধানমন্ত্রীর নামে বাজে মন্তব্য করছিলো। এসময় ওই এলাকা দিয়ে ফুলগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতির মিজান কোম্পানী যাচ্ছিল। তখন মিজান বিএনপির নেতাদের পদ্মাসেতু নিয়ে বাজে মন্তব্য না করার জন্য অনুরোধ জানায়। এসময় বিএনপির নেতারা মিজানের উপর হামলা করে। বিষয়টি জানতে পেরে যুবলীগ নেতারা এগিয়ে গেলে বিএনপির নেতারা তাদের উপর হামলা করে। হামলায় যুবলীগের অন্তত ৫ জন আহত হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ফুলগাজী উপজেলার দৌলতপুরে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ফুলগাজী থারার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন জানান, হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে শুক্রবার রাত ৮টা পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেন নি।

এদিকে শনিবার সকালে বিএনপির ত্রাণ বিতরণের বিষয়ে পুলিশ অবগত নয় বলেও ওসি জানিয়েছেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে পুলিশকে ত্রাণ বিতরণের কোন তথ্য জানানো হয়নি বলে দাবি করেছে।