শহর প্রতিনিধি->>

ফেনীতে ৯৫০ পিস ভারতীয় শাড়িসহ মো. ইয়াছিন (৫৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব। জব্দ করা হয়েছে ভারতীয় চোরাই কাপড় পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

আটক মো. ইয়াছিন চট্টগ্রাম জেলার মীরসরাই থানার পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে চোরাকারবারীরা সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাইকৃত ভারতীয় শাড়ি কাপড় একটি মাইক্রোবাসে বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের লালপোল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি করে ৯৫০ পিস ভারতীয় শাড়িসহ চোরাকারবারী মো. ইয়াছিনকে আটক করে র‌্যাব। আটককৃত ভারতীয় মালামালের মুল্য ৭৬ লাখ টাকা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদ জানান, উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।