ফেনী | তারিখঃ June 18th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 16324 বার

শহর প্রতিনিধি->>
চলতি অর্থবছরের প্রস্তাবিত নতুন বাজেটে দেশের সাংস্কৃতিক খাতে এক শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার (১৮ জুন) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।
সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শান্তি চৌধুরী, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার শাহীন, সেলিম আল-দীন চর্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট রাশেদ মাযহার, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র প্রধান সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, সম্মিলিত জোটের যুগ্ম সম্পাদক শিল্পতীর্থের সভাপতি হুমায়ুন মজুমদার, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন।
মানববন্ধনে পঞ্চবটীর সমন্বয়কারী পৃথ্বিরাজ চক্রবর্তী, অনূরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সমন্বয়কারী এম এফ রহমান মিলন, জাগরণী সাংস্কৃতিক একাডেমীর পরিচালক রাজীব দাস বাবলু, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, নজরুল একাডেমী ফেনী সদর কর্মকর্তা মনি মজুমদার, সাংবাদিক এন এন জীবন, সাংস্কৃতিক সংগঠক বিজয় দত্ত, আবৃত্তি একাডেমীর সৈয়দ আশ্রাফুল আরমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানায়, মানবিক, অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে মানুষের চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনতে দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। এক্ষেত্রে রাষ্ট্রের বিনিয়োগ অপরিহার্য। নামেমাত্র অনুদান দিয়ে সর্বগ্রাসী সংকট থেকে জাতিকে রক্ষা করা যাবে না।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি সংস্কৃতি। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সংস্কৃতি নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। আমরা প্রস্তাব করছি, চলতি বছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতির জন্য বরাদ্দ ০.০৯৭ শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে এক শতাংশ বরাদ্দ দেয়া হোক।
তারা আরও বলেন, প্রতিবছর স্বল্প অনুদানের ভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণসহ সংস্কৃতি চর্চায় বিরাজিত সংকট ও সমস্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৮ দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- সোনাগাজীতে মাদসারা ছাত্র বলৎকার মামলায় মোহতামিম কারাগারে
- ফেনীর রামপুরে ১২ কেজি গাঁজা ও শতাধিক ফেন্সিডিলসহ চার মাদক বিক্রেতা আটক, পিকআপ জব্দ
- ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে মিতব্যায়ী হতে মেয়র’র নির্দেশ
- বড় ফেনী নদীতে ধরা পড়ল বড় ২৫ ইলিশ
- জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে ফেনীতে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ
- যুবদল সভাপতিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ফেনীর ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ছুটিতে কাতার থেকে ফুলগাজী আসার প্রস্তুতি, ফিরলেন লাশ হয়ে
- ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আ.লীগের নেতা নিহত
- ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে ‘ইউপি সদস্যের নেতৃত্বে’ এলজিইডির সড়কের পাশের অর্ধ শতাধিক সরকারি গাছ লুট
Leave a Reply