ফেনী | তারিখঃ June 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 16573 বার

শহর প্রতিনিধি->>
ফেনীতে আগামী ১২ জুন থেকে ৪ দিন ব্যাপী সারা দেশে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। বুধবার (০৮ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন এমন তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অফিসার ডা. তাহসিন নূর অমির সঞ্চালনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অফিসার ডা. তাহসিন নূর অমি বলেন, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সারা জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৩ হাজার ৬৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির বলেন, ফেনী জেলায় ১১৪২ টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্র থেকে স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বাস স্ট্যান্ড, রেলস্টেশন ইত্যাদি স্থানে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল শিশুদের খাওয়ানো নিশ্চিত করতে এগুলো খোলা থাকবে।
সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন বলেন, ভিটামিন “এ” প্লাস এর অভাবে চোখের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এর মধ্যে রাতকানা, কনজাংটিভার শুস্কতা, বিটট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষত, কর্নিয়ার স্থানীয় দাগ, চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ রূপে লোপ পাওয়া।
তিনি আরও বলেন, ভিটামিন “এ” প্লাস মূলত একটি অনুপুষ্টি। অনুপুষ্টি উপাদানসমূহ আমাদের অতি সামান্য পরিমাণে প্রয়োজন, কিন্তু এগুলো এতই গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করা না হলে একজন মানুষ অসুস্থ অথবা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে।
সংবাদ সম্মেলন চিকিৎসক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সেবাদানকারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ছাগলনাইয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
- সোনাগাজীতে মাদসারা ছাত্র বলৎকার মামলায় মোহতামিম কারাগারে
- ফেনীর রামপুরে ১২ কেজি গাঁজা ও শতাধিক ফেন্সিডিলসহ চার মাদক বিক্রেতা আটক, পিকআপ জব্দ
- ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে মিতব্যায়ী হতে মেয়র’র নির্দেশ
- বড় ফেনী নদীতে ধরা পড়ল বড় ২৫ ইলিশ
- জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে ফেনীতে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ
- যুবদল সভাপতিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ফেনীর ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ছুটিতে কাতার থেকে ফুলগাজী আসার প্রস্তুতি, ফিরলেন লাশ হয়ে
- ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আ.লীগের নেতা নিহত
- ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল
Leave a Reply