সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীতে নিখোঁজের তিনদিন পর রজশ্রী জলদাস (৬) নামের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখোন্দকার জেলে পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রজশ্রী জলদাস উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখোন্দকার জেলে পাড়া এলাকার মনিন্দ্র জলদাসের ছেলে।

নিহতের পরিবার জানায়, বুধবার বিকেলে স্থানীয় জেলাপাড়া সংলগ্ন চরে বেলে মাটিতে খেলতে গিয়ে নিখোঁজ হয় রজশ্রী। বিভিন্ন স্থানে খোঁজ করেও না পাওয়ায় বৃহস্পতিবার সোনাগাজী থানায় জিডি করা হয়।

নিহতের বাবা মনিন্দ্র জলদাস জানান, বুধবার মেয়েটি নদীর ধারে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যায় নদীর ধারের বেলে মাটিতে আটকে থাকা অবস্থায় মরদেহ পাওয়া যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জানান, জেলেপাড়ায় নদীর কিনার থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।