
ঢাকা অফিস->>
ওমরাহ পালন করার জন্য ইলেকট্রনিক প্রক্রিয়ায় আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভ্রমণ ভিসা পাবেন হজযাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের বাইরের হজযাত্রীদের ভিসা আবেদন করার জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। খবর সৌদি গ্যাজেট।
আল-রাবিয়াহ বলেন, এখন থেকে ওমরাহ পালনের জন্য ২৪ ঘণ্টার মধ্যে ভ্রমণ ভিসা ইস্যু করবে সৌদি আরব।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, এই পরিষেবা চালু হলে ওমরাহ পালনের জন্য কোনো এজেন্সির সহায়তা লাগবে না। যেকোনো হজযাত্রী ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।
হজমন্ত্রী বলেন, মুসল্লিরা কোনো এজেন্সি বা ওমরাহ ক্যাম্পের সাহায্য ছাড়াই সৌদি আরবের বাইরে থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন।
তিনি জানান, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হলো ওমরাহ পালনে আগ্রহী ব্যাপক মুসল্লিদের ভ্রমণ সহজতর করা।
মন্ত্রী বলেন, এ বছর ১০ লাখ মানুষ হজ করবেন। হজযাত্রীদের মধ্যে আট লাখ ৫০ হাজার বিদেশী তীর্থযাত্রী এবং দেড় লাখ বা শতাংশ অভ্যন্তরীণ হজযাত্রী থাকবেন। এছাড়া হজযাত্রীদের স্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে বলেও তিনি জানান।
এই বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি এই বছরের হজকে নিখুঁতভাবে আয়োজন করতে সাহায্য করবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফুলগাজীতে জন্মনিবন্ধন সংশোধনে টাকা নেওয়ার অভিযোগ
- ছাগলনাইয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
- সোনাগাজীতে মাদসারা ছাত্র বলৎকার মামলায় মোহতামিম কারাগারে
- ফেনীর রামপুরে ১২ কেজি গাঁজা ও শতাধিক ফেন্সিডিলসহ চার মাদক বিক্রেতা আটক, পিকআপ জব্দ
- ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে মিতব্যায়ী হতে মেয়র’র নির্দেশ
- বড় ফেনী নদীতে ধরা পড়ল বড় ২৫ ইলিশ
- জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে ফেনীতে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ
- যুবদল সভাপতিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ফেনীর ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ছুটিতে কাতার থেকে ফুলগাজী আসার প্রস্তুতি, ফিরলেন লাশ হয়ে
- ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আ.লীগের নেতা নিহত
Leave a Reply