শহর প্রতিনিধি->>

ফেনীর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের উপশম হাসপাতালের উপশম ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকারের ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোহেল চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের উপশম হাসপাতালের অবস্থিত উপশম ড্রাগ হাউজে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় এই ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্ত ও শহর পুলিশ ফাঁড়ির একটি দল উপস্থিত ছিলেন।