শহর প্রতিনিধি->>

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আওতায় ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে এ ক্লিনিকের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং চেয়ারম্যান সার্জিক্যাল অনকলজী অধ্যাপক ডা: ছয়েফ উদ্দীন আহমেদ।

ফেনী জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফেনীর সভাপতি ডা. মঞ্জুর ইকবাল, বিএমএ ফেনীর সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার, ফেনী জেলা সিভিল সার্জন ডা. রফিক উস্ ছালেহীন।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা’র সঞ্চালনায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন ও আলোচনা সভায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টসহ স্বাস্থ্য বিভাগের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।