শহর প্রতিনিধি->>

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানাকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। সম্প্রতি (২৭ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারী করে জন প্রশাসন মন্ত্রণালয়।

নাসরিন সুলতানা ২০১৯ সালের ১১ এপ্রিল ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। দীর্ঘ ৩ বছরের কর্মকালে তিনি ফেনী সদর উপজেলায় দ্রুত নাগরিক সুবিধা প্রদান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রশাসনিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করেন।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার আনোয়ার হোসেন পাটোয়ারীকে ফেনী সদর উপজেলা পরিষদের নতুন নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। শিঘ্রই তিনি এ পদে যোগদান করবেন বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছেন।