ফেনী | তারিখঃ May 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 14736 বার

সদর প্রতিনিধি->>
ফেনীতে চেতনানাশক খাইয়ে তিন বাড়িতে লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম খারুক ভূঞাসহ ১৭জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটলে মঙ্গলবার (১০ মে) তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের ভূঞা বাড়ি, নুর মিয়া মৌলভী বাড়ি ও এলাহীগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত উল্লাহর বাড়ির লোকজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ওই তিন বাড়ির লোকজন ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করে। পরে বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে চিকিৎসাধিন ইমাম ফারুক ভূঞা জানান, রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভেঙে দেখি সবাই হাসপাতালে। পরে শুনি আশপাশের তিন বাড়িতে এ ধরনের ঘটনা ঘটান দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, হাসপাতালে ৩ বাড়ির ১৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আমার ছোট ভাই ইমাম হোসেন, মা হাজেরা বেগম, ভাবি জেবুন নাহার, বোন বিবি কুলছুম, ভাগিনা শাহরিয়ার, বোন ফাতেমা ও ভাগিনা নাহিদুল, মৌলভী বাড়ির খোকন, তার ছেলে তৌহিদুল ইসলাম, ওলি আহাম্মদ ও তার স্ত্রী, মফিজুর রহমান ও তার স্ত্রী চিকিৎসা নিচ্ছেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা জানান, ভর্তিকৃত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা মোটামোটি শঙ্কামুক্ত বলে মনে হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, মৌলভী বাড়ির খোকনের ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভূক্তভোগীরা সুস্থ হলে এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি, ঘটনাস্থল ও স্থানীয়দের থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
- সংখ্যালঘু শিক্ষক সম্প্রদায়ের উপর নিপীড়নের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন
- ফেনীতে রথযাত্রা উৎসব শুরু
- পরশুরামে ২৪ প্যাকেট টিসিবির পণ্যসহ আটক যুবক
- ফুলগাজীতে হামলা : দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে শাসকগোষ্ঠী: মির্জা ফখরুল
- ফুলগাজীতে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘাতের শঙ্কায় ১৪৪ ধারা জারি
- দাগনভূঞায় মাদকের মামলায় জামিনে বের হয়ে ফের ইয়াবাসহ গ্রেপ্তার
- ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় হামলা, বিএনপির ৩০ নেতা-কর্মী আহত
- ফেনীতে ৬৩ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার
- ফেনীতে এন্টি টেরারিজম ইউনিটের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে ফুলেল শুভেচ্ছা
Leave a Reply