সোনাগাজী | তারিখঃ May 6th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 95566 বার

সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজী উপজেলার ফেনী-সোনাগাজী সড়কসহ উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। গণপরিবহন চলাচল কমে যাওয়ায় এ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম বাহন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। কিন্তু ঈদযাত্রাকে পুঁজি করে যাত্রীদের জিম্মি করে চালকেরা ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাগাজী-ফেনী সড়কসহ উপজেলার অভ্যন্তরীণ সব সড়কে শৃঙ্খলা না মেনে চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যাত্রীরা চালকদের কাছে ভাড়া নিয়ে একরকম জিম্মি হয়ে পড়েছেন। সড়কে গণপরিবহন কম থাকায় যাত্রীরা এ দুর্ভোগের শিকার হচ্ছেন।
অটোরিকশার চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাগাজী থেকে জেলা শহরের দূরত্ব ২০ কিলোমিটার। এ সড়কে ঈদের আগে পাঁচজন যাত্রীর জনপ্রতি সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ছিল ৪০ টাকা। কিন্তু ঈদের কারণে সেই ভাড়া দিনে ৬০ টাকা আর রাতে ৭০ থেকে ৮০ টাকা হয়ে গেছে। উপজেলা সদর থেকে ডাকবাংলা পর্যন্ত আগে ভাড়া ছিল ১০ টাকা, কিন্তু বর্তমানে আদায় করা হচ্ছে ২০ টাকা, আমির উদ্দিন মুন্সিরহাট থেকে ডাকবাংলা পর্যন্ত আগের ভাড়া ১৫ টাকা হলে আদায় করা হচ্ছে ৩০ টাকা, সোনাগাজী পৌর শহর থেকে সোনাপুর বাজারের ২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা। সোনাগাজী থেকে মুহুরী প্রকল্প এলাকায় ৪০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া উপজেলার প্রায় সব সড়কে সিএনজি ও ইজিবাইকের চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
নুর আলম নামের পৌর শহরের এক ব্যবসায়ী বলেন, তিনি প্রতিদিন ফেনী থেকে যাতায়াত করেন। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছ থেকে জোর করে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাত ৮টার পর ৪০ টাকার ভাড়া হয়ে যায় ৮০ থেকে ১০০ টাকা। এসব নৈরাজ্য দেখার যেন কেউ নেই।
সোনাগাজী সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মোশারফ হোসেন বলেন, সোনাগাজী-ফেনী সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। সংগঠনের পক্ষ থেকে চালকদের অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করা হয়েছে। ফেনী থেকে সোনাগাজী পৌর শহরে অটোরিকশাতে পাঁচজন যাত্রীর জনপ্রতি ভাড়া ৪০ টাকা। কোনো চালক এর অতিরিক্ত ভাড়া নিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক বলেন, অতিরিক্ত ভাড়া না নিতে এর আগেও সিএনজিচালকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে অটোরিকশাসহ কিছু গাড়ির যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। তিনি শ্রমিকসংগঠন ও চালকদের অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করেছেন। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply