দাগনভূঁঞা প্রতিনিধি->>

দাগনভূঞায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আহসান হাবিব ওরফে লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আহসান হাবিব ওরফে লাভলু উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, বজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আহসান হাবিব ওরফে লাভলু দীর্ঘদিন পলাতক ছিলেন। সে এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করনা হয়েছে।