শহর প্রতিনিধি->>

ফেনীর পাঁচগাছিয়ায় এ ডি ফুড প্রোডাক্টসে ক্ষতিকর রং মিশিয়ে নকল ট্যাং তৈরি হচ্ছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে ওই কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান চালাতে গেলে খবর পেয়ে কারখানার লোকজন পালিয়ে যায়।

সোহেল চাকমা জানান, ক্ষতিকর রং মিশিয়ে নকল ট্যাং তৈরি হচ্ছে এমন খবর পেয়ে ইলাশপুরের এ ডি ফুড প্রোডাক্টসে গেলে কারখানার লোকজন পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির মালিককে নোটিশ প্রদান করা হয় যে তার প্রতিষ্ঠান কেন বন্ধ করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে। এসময় কারখানার মালিককে না পাওয়ায় বাড়ির মালিককে নোটিশ প্রদান করা হয়।

এদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তানভীর সুপার শপকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক সোহেল চাকমা।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা ও নমুনা সংগ্রহকারী মো. রিদন সহ ফেনী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।