শহর প্রতিনিধি->>
ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বাবুল চন্দ্র শীল কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের শর্শদী গ্রামের প্রয়াত ডা. মনোরঞ্জন শীলের ছেলে।

চতুর্দশ বিসিএস পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালের ১৪ নভেম্বর ছাগলনাইয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। সহকারী অধ্যাপক হিসেবে চৌমুহনী সরকারি এস এ কলেজ ও সহযোগী অধ্যাপক হিসেবে নোয়াখালী সরকারি মহিলা কলেজে বদলী হন। পরবর্তীতে ফেনী সরকারি কলেজে দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। গত বছরের ১১ সেপ্টেম্বর প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ১৯৭৮ সালে শরিষাদী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে মেধা তালিকায় ৮ম স্থান, নওয়াব ফয়জুন্নেছা কলেজ থেকে ১৯৮০ সালে এইসএসসিতে মেধা তালিকায় ৭ম স্থান লাভ করেন। শর্শদী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও শরিষাদী হাই স্কুল থেকে মাধ্যমিকে বৃত্তি লাভ করেন। ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।