আন্তর্জাতিক | তারিখঃ February 5th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 9824 বার

ডেস্ক রিপোর্ট->>
উন্নত জীবনের আসায় অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের যাওয়ার প্রবণতা রয়েছে বিশ্বজুড়ে। এজন্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর-নদী, পাহাড়-জঙ্গল অতিক্রম করে থাকে। বহু মানুষ পথে প্রাণ হারায় আবার কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে ভোগ করে।
কিন্তু এবার খুব সহজেই কানাডা যাওয়ার দ্বার উন্মুক্ত হয়েছে। কানাডা সরকার আগামী ৩ বছরে ৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে। ২০১৭ সালে কানাডা ঘোষণা করেছিল যে, দেশটি তিন ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এই জনবল নেবে। সেই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে শিগগিরই।
উত্তর আমেরিকার এই দেশটিকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ মনে করা হয়ে থাকে। দেশটিতে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে। মাথাপিছু ইনকাম প্রায় ৫০ হাজার ডলার।
কানাডা সরকার আগামী এক বছরে ইকোনমিক প্রোগ্রাম মোট ১ লাখ ৯১ হাজার ৬০০ অভিবাসী নেবে। ইকোনমিক প্রোগ্রামের মধ্যে রয়েছে, ফেডারেল হাই স্কিলড প্রোগ্রামে ৮১,৪০০ জন, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে ২,০০০ জন, ফেয়ার গিভার প্রোগ্রামে ১৪,০০০ জন, ফেডারেল বিজনেস প্রোগ্রামে ৭০০ জন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬১,০০০ জন ও কুইবেক স্কিলড ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ৩২,৫০০ জন।
ফ্যামিলি প্রোগ্রামের অধীনে নেয়া হবে ৮৮,৫০০ জন। ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে ৬৮,০০০ জন, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস ২০,৫০০ জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে ৪৫,৬৩০ জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে ৪,২৫০ জন।
কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন জানিয়েছেন, ২০২১ সালে দেশটি আরো ৩ লাখ ৫০ হাজার অভিবাসী নেয়ার চিন্তা করছেন।
সূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট ‘কানাডা ডট সিএ’।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply