
সাংস্কৃতিক প্রতিবেদক->>
ফেনীর পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠন ৭ম বর্ষে পদার্পণ করেছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার রাতে পঞ্চবটীর প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান খোকন হাজারী।
সংগঠনের প্রধান সমন্বয়কারী এডভোকেট বাদল দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবদুল কুদ্দুস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিনুর জাহান লাবনী,কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগ,ফেনী রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অরুপ দত্ত,ফেনী জেলা নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু,হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ফেনী পৌর শাখার সদস্য সচিব অর্জুন কুমার নাথ।
সংগঠনের সমন্বয়কারী পৃর্থ্বীরাজ চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেন্টার ফর এশিয়ান থিয়েটার এর সাবেক ও ফেনী থিয়েটারের নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ।
পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠনের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন ছিল। আলোচনা সভা শেষে ফেনী বিভিন্ন সংগঠনের সংগঠক ও বিশিষ্ঠ ব্যক্তিদের উত্তোরীয় পরিয়ে বরণ করে নেয় আয়োজকবৃন্দ। পরে জেলার বরেণ্য শিল্পী ও পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply