ডাকাতি

সোনাগাজী প্রতিনিধি,১৭ নভেম্বর->>

সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঁঞা বাজার এলাকায় রবিবার গভীর রাতে আমেরিকা প্রবাসী এনায়েত উল্যাহর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।এসময় ডাকাত দল ৩৫ভরি স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতের হামলায় মহিলা সহ ৫ জন আহত হয়েছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, ওই দিন গভীর রাতে চরচান্দিয়া ইউনিয়নের ভূঁঞা বাজার এলাকায় প্রবাসী এনায়েত উল্যাহর বাড়িতে ৫০/৬০ জনের মুখোশধারি সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে বিল্ডিং ও ৪টি টিনসেড ঘর গুল্াের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ৬টি আলমিরার তালা ভেঙ্গে প্রবাসী এনায়েত উল্যাহ, হারুন ও মানিকের যৌথ পরিবারের ঘরের আলমিরা থেকে ২৫ ভরি স্বর্ণালংকার নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ,২৫টি কম্বল, ৮টি মোবাইল ১টি মেগলাইট প্রয়োজনীয় কাপড় ছোপড়, আবুল কালামের ঘর থেকে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ৪টি মোবাইল সেট, ৪টি কম্বল, ৩টি মেগলাইট সহ কাপড় ছোপড়, আবদুল হাদির ঘর থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২৭ হাজার টাকা, ১টি মোবাইল সেট, ৫টি কম্বল, ২টি মেগলাইট সহ প্রয়োজনীয় কাপড় ছোপড়, আবুল বাশারের ঘর থেকে ১ ভরি স্বর্ণালংকার, নগদে ২ হাজার টাকা, ১টি মোবাইল সেট, ২টি মেগ লাইট, আবদুস সাত্তারের ঘর থেকে ১টি স্বর্ণালংকার, নগদে ২২শ টাকা, ১টি মোবাইল সেট, ২টি মেগলাইটসহ প্রয়োজনীয় কাপড় ছোপড় সহ ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় তারা বিয়া (৪০) রুমা আক্তার (২৮) আবুল কালাম (৪৫) আবদুস সাত্তার (৪২) সহ ৫ জন আহত হয়।পরে তাদের আত্মচিৎতারে এলাকাবাসি এগিয়ে এলে ডাকাতরা এলাকায় বোমা পাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে প্রবাসী এনায়েত উল্যাহ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত নামা দুর্বৃত্তদেরকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে।এলাকাবাসীর ধারণা উপকুলীয় অঞ্চলের জলদস্যূ গাজি মিলন, বসর, সেলিম সহ জলদস্যূ বাহিনীর সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ সালেহ ডাকাতির সত্যতা নিশ্চিত করেন।