স্টাফ রির্পোটার
১০ডিসেম্বর->>
সরকারের ‘নির্দেশনা’ পাওয়ার পর বাংলাদেশে ফেসবুক খুলে দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম। এর পরই খুলে দেওয়া হয়েছে ফেসবুক। তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে ‘পরে সিদ্ধান্ত হবে’ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও একই অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর-পরবর্তী নাশকতার আশঙ্কায় ওই দিন দুপুরে ফেসবুক সারা দেশে বন্ধ করে দেওয়া হয়।  

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তারানা হালিম বলেন, সরকারের নির্দেশনা এই মাত্র আমার হাতে এসেছে। জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।

উৎস : কালের কন্ঠ