বিশেষ প্রতিনিধি->>
নাগরিকের ফোন না ধরা সরকারি কর্মকর্তাদের প্রতারণা বলে মন্তব্য করেছেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেছেন, ‘যে কোনো প্রয়োজনে যে কোনো সময় নাগরিকরা সরকারি কর্মকর্তাদের ফোন দিতে পারেন। তাদের ফোন ধরতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে।’

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘পাবলিক সার্ভিস ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যেক সরকারি কার্যালয়ে নাগরিক সুবিধা সম্বলিত নোটিশ থাকার প্রয়োজনীয়তার কথা জানিয়ে ডিসি বলেন, ‘এমন নোটিশ থাকলে নাগরিকরা হয়রানি থেকে রক্ষা পাবে।’

নাগরিক সেবাবিমুখ সরকারি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে হুমায়ুন কবীর বলেন, ‘যারা সরকারি সুবিধা ভোগ করেন, অথচ নাগরিকের প্রয়োজনে তাদের ফোন ধরেন না তারা অসুস্থ। কিন্তু তাদের ভাবতে হবে তারা এক একজন সরকারি চাকর। নিজেকে লাটসাহেব মনে করলে চলবে না।’

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক মো. দাউদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহিউদ্দিন চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, বাংলামেইলের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।