নাজমুল হক শামীম, ২২ জুন->>

ফেনীতে প্রায় ৭ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের সেই এএসএই মাহফুজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সময় তার গাড়ি চালক জাবেদ আলীর দুই দিনের মঞ্জুর করে আদালত। সোমবার দুপুরে ফেনী সদর কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেয়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, র‌্যাবের হাতে বিপুল পরিমান ইয়াবাসহ আটক পুলিশ সদস্যসহ দুই জনকে রোববার রাতে র‌্যাব-৭ এর একটি দল ফেনী থানায় হস্তান্তর করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র‌্যাব বাদি হয়ে ফেনী মডেল থানায় তিন পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার আসামীরা হলো, ইয়াবাসহ আটক পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মাহফুজুর রহমান, গাড়ি চালক জাবেদ আলী, ইয়াবা ব্যবসার সাথে জড়িত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আশিক ও কক্সবাজার গোয়েন্দা পুলিশের এসআই বেলাল ।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন আহম্মেদ জানান, সোমবার সকালে আসামী এএসআই মাহফুজুর রহমান ও গাড়ি চালক জাবেদ আলীকে ফেনী সদর কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী’র আদালতে তোলে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। দুপুরে আদালত মাহফুজুর রহমানের তিন দিনের ও জাবেদ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে কক্সবাজার গোয়েন্দা পুলিশের এসআই বেলাল কে সাময়িক বরখাস্ত করেছে কক্সবাজার পুলিশ সুপার।অন্যদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আশিক ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

র‌্যাবের ৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, গত শনিবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৬ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ‘এলিয়ান’ প্রাইভেট কারসহ (ঢাকা মেট্টো গ-১৭-৭১৮১) পুলিশের বিশেষ বিভাগ (এসবি) ঢাকা টেকনিক্যাল সেকশনে (বিপি নং ৮০০১০৬৩১১৯, এসবি আইডি নং-৭৭৮৫) এএসআই মাফুজুর রহমান ও চালককে গ্রেপ্তার করা হয়।