শহর প্রতিনিধি ->>
ফেনীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মায়ের মৃত্যুর অভিযোগ তুলেছে নিহতের স্বজনেরা৷
এ ঘটনার প্রতিবাদে শহরের এসএসকে সডকের ইবনে হাসমান হাসপাতালটিতে ভাংচুর করে বিক্ষুব্ধ স্বজনেরা, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে৷
নিহতের স্বজন সুত্রে জানাযায়, বুধবার রাত সাডে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয় ফেনী সদর উপজেলার লষ্কর হাট এলাকার নুরুল আফসারের ছেলের বৌ নাসরিন আক্তার ৷রাত ১২টায় সিজারিয়ান করে জন্ম নেয় মেয়ে নবজাতক শিশু ৷এরপর অতিরিক্ত রক্তক্ষরন হয়ে মৃত্যু হয় নবজাতকের মা নাসরিন আক্তারের।
নিহতের স্বজন বাবুল জানান, রক্তক্ষরন হলেও নাসরিন কে চিকিৎসক কোন ব্যাবস্থা না নেয়ায় মৃত্যু হয়েছে।হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডাঃ মৃনাল ভট্টাচার্য জানায় চিকিৎসার কোন অবহেলা করা হয়নি৷ তার পক্ষ থেকে সর্বোচ্ছ চেষ্টা করা হয়েছে ৷
তিনি জানান, সিজারিয়ানটি করেছে গাইনী বিষেশজ্ঞ শায়েরা শরিফা শিল্পী৷ সকাল রাতে একাদিক বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি৷