ফেনী, সংগঠন সংবাদ | তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 11651 বার

শহর প্রতিনিধি->>
ফেনী ডায়াবেটিক সমিতি কার্যকরী পরিষদ (২০২১-২২) নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি পদে এ কে এম সাহিদ রেজা শিমুল ও সাধারণ সম্পাদক পদে শুসেন চন্দ্র শীল প্যানেলের ২২ সদস্য বিশিষ্ট কমিটির মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার আজগর আলী’র কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
প্যানেলের ২২ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি পদে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল, সামী-উল হক সাহীন, যুগ্ম সম্পাদক পদে খোন্দকার নজরুল ইসলাম, সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), কোষাধ্যক্ষ পদে আবদুল আউয়াল সবুজ, যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. দেলোয়ার হোসেন ডালিম, সদস্য পদে মোসলেহ উদ্দিন বাদল, হারুন-অর-রশীদ মজুমদার, আবু নাছের চৌধুরী কচি, জহিরুল আলম জহির, মজিবুর রহমান ভূঁঞা, ফরিদ আহমদ ভূঁঞা, সাহাব উদ্দিন আহমেদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজীব খগেশ দত্ত, সাইফুদ্দিন আহমেদ জিতু, মনসুর উদ্দিন ও তৌহিদ রেজানুর মাসুদ এর নাম রয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার আজগর আলী জানান, নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আগামী ২৮ ফেব্রুয়ারী প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী আগামী ৬ মার্চ ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনের তারিখ ধার্য রয়েছে।
Leave a Reply