
আদালত প্রতিবেদক->>
ফেনীতে একটি অস্ত্র মামলায় সাহেদুল ইসলাম রবিন (২৮) নামে এক যুবকের ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ফেনীর যুগ্ম দায়রা জজ অসীম কুমার দে এ রায় প্রদান করা হয়।
আদালত সূত্র জানান, ২০১৪ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে দেশীয় তৈরী কাটারাইফেলসহ সাহেদুল ইসলাম রবিনকে আটক করে পুলিশ। ওই দিন রাতে ফেনী মডেল থানায় এএসআই মাঈন উদ্দিন ভূঞা বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ২২ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন।
দন্ডপ্রাপ্ত সাহেদুল ইসলাম রবিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ছোট হোসেন পুর, সিথারাম দীঘির পাড় আজম উদ্দিন ভূঞা বাড়ির আবদুল গফুরের ছেলে।
Leave a Reply