
ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ায় মো. সাঈদ হোসেন সোহাগ (৩০) নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ড দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতপুর মিনা কাজী ঘোনা জমাদ্দার বাড়ীর খায়েজ আহাম্মদের ছেলে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ড দৌলতপুর এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী মো. সাঈদ হোসেন সোহাগকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply